১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, রাত ১২:১৭
শিরোনাম :
শিরোনাম :
অমর একুশে বইমেলায় মনোয়ার মোকাররমের “আগামী বসন্তে” আজ বঙ্গবন্ধু গবেষক মিল্টন বিশ্বাসের জন্মদিন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এপার-ওপার বাংলার লেখকগণ জবিতে ‘মধুসূদন ও বাংলা সাহিত্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ, বাংলার লোককৃষ্টির যুক্ত সাধনার ঐতিহ্য আলোচনা সভার প্রধান আলোচক মিল্টন বিশ্বাস স্বর্ণপদক পাচ্ছেন কথাসাহিত্যিক নাসরীন জেবিন যারা কবিতা ভালোবাসে তারা স্বচ্ছ মানসিকতার হয় : কবি কামাল চৌধুরী ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সাথে সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর শুভেচ্ছা বিনিময় ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ‘‘সাহিত্যে দুই মহামানব : গান্ধী ও বঙ্গবন্ধু’’ বিষয়ক আন্তর্জাতিক আলোচনা চক্রটি অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

বঙ্গবন্ধু দ্রুত তম সময়ে আমাদের সুন্দর একটি সংবিধান উপহার দিয়েছেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

রিপোর্টার
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

আজ ১৬ আগস্ট, ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী   এম. এ. মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “বঙ্গবন্ধু এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এটা প্রমাণিত। বাংলার সাধারণ মানুষদের সংগঠিত করে শত্রুর আক্রমণ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার নেতৃত্ব দিয়ে তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। তিনি সব বাঙালির জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন। বঙ্গবন্ধুর জন্যই স্রষ্টার কাছ থেকে পাওনা নিজস্ব ভূমি ফিরে পেয়েছিলাম আমরা।’’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, “বঙ্গবন্ধু ছিলেন আমাদের অত্যান্ত আপনজন। বঙ্গবন্ধুর আগে অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে বঙ্গবন্ধুর পার্থক্য একটাই। তিনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ। সবার সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগ ছিল অত্যান্ত স্বাভাবিক। এজন্যই দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে আপনজন মনে করেন। বঙ্গবন্ধুর এইসব অর্জনের জন্য আমরা তার কাছে বারবার ফিরে যাই। আমাদের দুর্দাশা থেকে মুক্তি দিয়ে আলোর পথের পথরেখা তিনি দিয়ে গেছেন।’’

বিশেষ অতিথির বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মহোদয় বলেন, “গতকাল এবং আজ শুরু থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের নানা দিক শুনতে পেয়েছি এবং সেগুলো তথ্যভিত্তিক এবং অনেক ক্ষেত্রে গভীর ভাবে চিন্তা করলে মনে অনেক বেদনার উদ্রেক করে এবং একই সঙ্গে ঘৃণার উদ্রেক করে।’’ 

তিনি আরো বলেন “আলোচনার মূল্য সংযোজন করতে হবে। শুধু আলোচনা করলেই হবে না আমাদের মধ্যে কোন পরিবর্তন আসছে কিনা কিছুটা হলেও আমাদের কর্মে তার প্রকাশ ঘটছে কিনা, না কি শুধুই আলোচনা করেই শেষ হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।’’

এতো কম সময়ে দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর যে অবদান এবং আন্তরিকতা ছিলো সে প্রসঙ্গে ড. আলম বলেন,“বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। ১০৭টি দেশের স্বীকৃতি আদায় করেছিলেন, এতো দ্রুত সময়ে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।’’

পৃথিবীর খুব কম সংখ্যক দেশই দ্রুত সময়ে তাদের সংবিধান প্রণয়ন করতে পেরেছে এর মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য। জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. শামসুল আলম বলেন “বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর আমাদের সুন্দর একটি সংবিধান উপহার দিয়েছিলেন। যে সংবিধানে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেয়া হয়েছিলো বিশেষ করে মানুষের মৌলিক চাহিদাগুলোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। এর উপর ভিত্তি করেই বর্তমানে প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।’’ 

তিনি আরও বলেন “বঙ্গবন্ধুর মূল আদর্শ ছিলো বাংলাদেশ স্বাধীন করা, এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করা এর মানে এই না যে ধর্ম বাদ দিয়ে দেয়া।’’

সার্বিক ভাবে একটি দেশ এগিয়ে যেতে যা প্রয়োজন তা হলো দেশটির অভ্যন্তরীণ আদর্শ। এই প্রসঙ্গে বঙ্গবন্ধুর প্রতি ইঙ্গিত করে ড. শামসুল আলম বলেন, “বঙ্গবন্ধুর কারণে আমরা আর্থিক ভাবে, সামাজিক ভাবে, সাংস্কৃতিকভাবে এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রের ভিতরের মানুষের আদর্শের কারণে একটা দেশ এগিয়ে যায় আমাদের দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে। এই আদর্শ না থাকলে দেশে অপসংস্কৃতি, মৌলবাদ এবং জঙ্গি সন্ত্রাস বাসা বাধে।’’

বক্তব্যের শেষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা তখনই সার্থক হবে যখন আমদের শিক্ষা বা কাজকর্ম মানুষের উন্নতির জন্য হবে। এমন আশাবাদ ব্যক্ত করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর